অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার, বিক্রি করতে যাচ্ছিলেন লক্ষ্মীপুরে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯: ২৮

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলাধীন টৈটং এলাকার থেকে রোববার সকালে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসব আগ্নেয়াস্ত্র কক্সবাজারের মহেশখালী থেকে কিনে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির কাছে বিক্রির জন্য লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন

অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী হলেন লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদরের লামছড়ি এলাকার মিজানের ছেলে রবিউল হাসান (১৮) ও একই জেলা সদরের পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর খেরুবাড়ির ইলিয়াছ হোসেনের ছেলে হৃদয় হোসেন (২২)। এদের মধ্যে রবিউল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যাটেক এলাকা থেকে হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানকালে গোপন সূত্রের ভিত্তিতে পেকুয়ার টৈটং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ওপর স্থাপিত চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে স্কুলব্যাগে লুকিয়ে রাখা ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এই অস্ত্র (দেশে তৈরি এলজি) মহেশখালী এলাকা থেকে ক্রয় করে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রির জন্য লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছিল তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত