আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

সংবাদদাতা, দেবিদ্বার (কুমিল্লা)

সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে সুদ পরিহার করুণ।

শুক্রবার কুমিল্লার দেবীদ্বারে এক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এরপর মুহূর্তে তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়- সাদা পাঞ্জাবি ও টুপি পরে মাহফিলে আলোচনা করছেন হাসনাত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা দেখি সুদ অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। তাই সুদকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদ পরিহার করুণ। ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। দুনিয়া ও আখেরাতের সমাধান ইসলামে। আমাদের এ দুটির সমন্বয় ঘটাতে হবে।

ইসলাম নিয়ে হাসনাতের এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে সাড়া পড়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন