কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু অক্টোবরে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২০: ২৯

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।”

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও জানান, আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নির্মাণ কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট দেওয়ারও চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত