গভীর সমুদ্রে কমলনগরের ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৪: ৪৬
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪: ৪৯
ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১ জন জেলে জলদস্যুদের হাতে অপহৃত হয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন মজিদ মাঝি (৫৫), মো. সিরাজ মাঝি (৫০), মো. সোলেমান মহাজন (৩৪), মো. ইব্রাহিম (৩০)।

বিজ্ঞাপন

অপহরণকৃত সবাই উপজেলার পাটোয়ারীর হাট ও চর ফলকনের স্থায়ী বাসিন্দা। অন্যদের তথ্য এখনো জানা যায়নি।

ট্রলারের মালিক মো. হানিফ মাঝি জানান, গত পরশু সকালে ট্রলার নিয়ে এরা ১১ জন মাঝি-মহাজন সাগরে মাছ শিকারে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগারচরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। গতকাল রাতে তার ভাই অপহরণকৃত সোলেমানের ফোন থেকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের হদিস পাওয়া যাচ্ছে না। তারা জীবিত নাকি মৃত বুঝতে পারছি না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১১ জন জেলে অপহৃত হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত