ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আওয়ামী লীগের মনোনীত ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। দুই চেয়ারম্যান হলেন শাহজাদাপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বেগম এবং শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি খাইরুল হুদা চৌধুরী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন আমার দেশকে বলেন, শাহজাদাপুর ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পরিষদের কার্যক্রমে অনুপস্থিত তারা সরকারি কোনো মিটিংয়ে উপস্থিত থাকেন না। তারা লুকিয়ে পরিষদের বিভিন্ন নথিপত্রে স্বাক্ষর করেন। এই কারণে ইউনিয়ন পরিষদে জনসেবা ব্যাঘাত ঘটছে তাই তাদের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
শাহজাদা পুড়ে প্যানেল চেয়ারম্যান-১ ওয়ার্ডের সদস্য (৪ নম্বর ওয়ার্ড) অমরেশ সরকারকে, শাহবাজপুরে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার।

