
উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ পেয়ে ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে।
শনিবার রাত থেকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের এমডি মিজানুর রহমান।
চলতি বছরের ১১ এপ্রিল সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কেজিডিসিএল। দীর্ঘ সাত মাস পর ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। ১৯ তারিখ গ্যাস সংযোগ পেলেও গতকাল থেকে পুরোদমে ইউরিয়া সার উৎপাদনে যায় সিইউএফএল। এর আগে প্রথমে স্টার্টআপ, এরপর অ্যামোনিয়া উৎপাদন করে কারখানাটি। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার প্রয়োজন হয়।
দুই বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো গ্যাস সরবরাহ বন্ধের ফলে বারবার বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছর শুধু ৫ দিন চালু ছিল এই কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম বন্ধ হয় সিইউএফএল। পরে ফেব্রুয়ারিতে চালু হয়ে দেড় মাস পর গত ৭ এপ্রিল গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে যায় সিইউএফএল ।
প্রতিষ্ঠার শুরুর দিকে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১৭০০ মেট্রিক টন, বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। বর্তমানে পুরাতন মেশিনারিজের কারণে তা ১১০০ মেট্রিক টনে এসে ঠেকেছে। এছাড়া দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করে সিইউএফএল।
সিইউএফএলের কর্মচারী ঈসা খান বলেন, কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক-কর্মচারীরা অত্যন্ত খুশি। বসে বসে বেতন খেতে কারো ভালো লাগে না। সারা বছর চালু থাকলে শ্রমিক-কর্মচারীরা আরো ভালো থাকতো।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস পাওয়ার পর আমরা কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু করেছি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেলে আশা করি আমরা দ্রুত ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো।

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ পেয়ে ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে।
শনিবার রাত থেকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের এমডি মিজানুর রহমান।
চলতি বছরের ১১ এপ্রিল সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কেজিডিসিএল। দীর্ঘ সাত মাস পর ১৯ অক্টোবর গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। ১৯ তারিখ গ্যাস সংযোগ পেলেও গতকাল থেকে পুরোদমে ইউরিয়া সার উৎপাদনে যায় সিইউএফএল। এর আগে প্রথমে স্টার্টআপ, এরপর অ্যামোনিয়া উৎপাদন করে কারখানাটি। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার প্রয়োজন হয়।
দুই বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো গ্যাস সরবরাহ বন্ধের ফলে বারবার বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছর শুধু ৫ দিন চালু ছিল এই কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম বন্ধ হয় সিইউএফএল। পরে ফেব্রুয়ারিতে চালু হয়ে দেড় মাস পর গত ৭ এপ্রিল গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে যায় সিইউএফএল ।
প্রতিষ্ঠার শুরুর দিকে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১৭০০ মেট্রিক টন, বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। বর্তমানে পুরাতন মেশিনারিজের কারণে তা ১১০০ মেট্রিক টনে এসে ঠেকেছে। এছাড়া দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করে সিইউএফএল।
সিইউএফএলের কর্মচারী ঈসা খান বলেন, কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক-কর্মচারীরা অত্যন্ত খুশি। বসে বসে বেতন খেতে কারো ভালো লাগে না। সারা বছর চালু থাকলে শ্রমিক-কর্মচারীরা আরো ভালো থাকতো।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস পাওয়ার পর আমরা কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু করেছি। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেলে আশা করি আমরা দ্রুত ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো।

ভোলার চরফ্যাশনে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এক নারী উদ্যোক্তাকে অবরুদ্ধ করেছে পাওনাদাররা। অবরুদ্ধকৃত ওই নারী উদ্যোক্তার নাম পিংকি বেগম। তিনি উপজেলার দক্ষিণ আইচা এলাকার প্রয়োজন সমবায় সমিতি লিমিটেডের মালিক।
১ ঘণ্টা আগে
ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে। উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভ
২ ঘণ্টা আগে
শিক্ষায় শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশুরা এগোতে পারবে না। শুধু পড়াশুনা করে ভালো মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবে না। পাশাপাশি, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাহিরের জগতের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, ছোটবেলা
৩ ঘণ্টা আগে
সিলেটের সাথে বঞ্চনা ও উন্নয়ন বৈষম্যের অভিযোগ এনে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ডাকে অবস্থান কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছে নগরবাসী। কর্মসূচিতে অংশ নিতে নানা শ্রেণি পেশার শত শত মানুষ নগরীর প্রধান রাস্তায় এসে জড়ো হন।
৩ ঘণ্টা আগে