কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রি চিকিৎসা সেবা

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ৪৪

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়ন অসহায় দুস্থ গরিবের মাঝে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছে।

রোববার সকাল ১০টা হতে বিকাল পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কৌশল্যাঘোনা পাড়ায় এ সেবা প্রদান করা হয়। গরীব অসহায় শিশু, বৃদ্ধরা দূর,দূরান্ত হতে চিকিৎসা ও স্বাস্থ্য  সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।

বিজ্ঞাপন

এসময় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ স্বাস্থ্য পরীক্ষা শেষে সকলে মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে। ১০আর ই ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সেনা প্রধানের দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা সেবা নিতে আসা গরীব, অসহায় লোকজন জানান আমরা বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়েছি। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।

ব্যাটালিয়নের পক্ষ হতে জানান ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত