কৃষককে ধরে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৮: ৪১
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯: ০৬

পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম নামের এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার তিন ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ। ঘটনার তিন ঘণ্টা পর দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী নুরুল ইসলাম সবজি কিনে বাজারে বিক্রি করে সংসার চালাতেন। তাকে বাংলাদেশের অভ্যন্তর থেকে ধরে নিয়ে যাওয়া হয়।

বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উত্তর কেতরাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার এবং ভারতের আইসিনগর বিএসএফ ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিকাল সাড়ে চারটায় নুরুল ইসলামকে ফেরত দেওয়া হয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত