আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাউজানে শিক্ষিকার রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত জান্নাতুন নাহার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

রাউজানে শিক্ষিকার রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত জান্নাতুন নাহার

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদ ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন রাউজানের ঊনসত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুন নাহার।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

প্রাক্তন ছাত্ররা প্রিয় শিক্ষককে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষিকা জান্নাতুন নাহারের বিদায় অনুষ্ঠানে স্কুলের শিক্ষকরা বলেন, ‘স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষিকা ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারণে আমাদের সহকারী শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারী শিক্ষকরা অনেক কিছু শিখেছি।’

জানা যায়, জান্নাতুন নাহার প্রধান শিক্ষক হিসেবে ২০০৮ সালে যোগদান করেন। এরপর থেকে স্কুলের শিক্ষার মান থেকে শুরু করে খেলাধুলাসহ অসংখ্য স্কুলের মান উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। ২০১০ সালে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হন। তিনি সেরা শিক্ষক হিসেবে তিনি ২০১৫ সালে মালয়েশিয়া ভ্রমণে সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা, জেলা বিভাগে পর্যায়ের ঊনসত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছে।

এ ছাড়া জেলা পর্যায়ে ৪ বার ফুটবল টুর্নামেন্টে বিজয় লাভ এবং বিভাগীয় পর্যায়ে ২ বার রানার আপ অর্জন করেন এই প্রধান শিক্ষকার মেধার কারণে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...