আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কারখানা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল দেশীয় অস্ত্র তৈরির কারখানা।

সোমবার (১ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও উদ্ধার করা হয় দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

বিজ্ঞাপন

নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপটির মালিক নুর উদ্দিন (প্রকাশ জিকু)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে।

এ বিষয়ে ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ার্কশপটি দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। আজ দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, অস্ত্র তৈরির এই অবৈধ কারখানাটি কীভাবে পরিচালিত হতো, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...