আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মতলবের সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

মতলবের সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ইংরেজি রচনা প্রতিযোগিতার ( ২০২৪ সালের) 'ক' গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের ছাত্রী সানিয়া সাঈদ। এ ছাড়া সে একই ইভেন্টে 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে (২০২৬ সালের) রানারআপ (২য়) হয়েছে।

সোমবার জাতীয় পর্যায়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেই এই গৌরব অর্জন করে। এর আগে সে, ইংরেজি রচনা প্রতিযোগিতায় উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে।

বিজ্ঞাপন

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামাল বলেন, মতলববাসীর দোয়া ও চট্টগ্রাম বিভাগের সবার সমর্থনে সানিয়া সাঈদ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে মতলব তথা চাঁদপুরের মুখ উজ্জ্বল করেছে। সানিয়ার সাফল্যে কেএফটি পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নব প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি এ উপজেলারই নারায়ণপুর গ্রামে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...