কক্সবাজারের কুতুবদিয়া সৈকতে মো. হোসেন শরীফ (৪৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শরীফ কক্সবাজারের উখিয়া উপজেলার ওয়ালাপালং গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিমে সমুদ্রসৈকতে অজ্ঞাত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়। পরে শরীফের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে শনাক্ত করে স্বজনদের খরব দেয়া হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, ঠিকানা অনুযায়ী খবর পাঠানো হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।

