বঙ্গোপসাগরে তিনদিন ধরে নিখোঁজ ৮ জেলে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২: ৫৩

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাছ ধরার একটি ট্রলার সাগরে যায়। এসময় গভীর সমুদ্রে অন্য একটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ঐ ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন। তবে শুক্রবার ১১ জন জেলে অন্য একটি ট্রলারের সহযোগিতায় উদ্ধার হতে সক্ষম হয়। কিন্তু ১১ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। জেলেদের উদ্ধার করতে শুক্রবার সকাল থেকে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

পতেঙ্গার স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

সিএমপির পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টায় ১৯ জেলেকে বহনকারী ট্রলার আরেকটি ট্রলারের ধাক্কায় সাগরে ডুবে যায়। তবে ১১ জন উদ্ধার হলেও ৮ জন নিখোঁজ রয়েছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত