আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ ছাত্র-জনতাকে হত্যাকারী আ.লীগ খুনির বাড়িতে আবারও আগুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
৪ ছাত্র-জনতাকে হত্যাকারী আ.লীগ খুনির বাড়িতে আবারও আগুন

জুলাই আন্দোলনের সময় চার ছাত্র-জনতাকে হত্যাকারী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুনি নুর উদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে আবারও আগুন দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় তার বাসভবনে এই আগুন দেয় ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

নয়ন জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি। জুলাই অভ্যুত্থানের পর তিনি পালিয়ে যান। সম্প্রতি তিনি ভারতে অবস্থান করছেন এমন একটি ছবি প্রকাশ পায়।

ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে চারজন ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সে মামলায় অন্যতম আসামি নুর উদ্দিন চৌধুরী নয়ন। অথচ গোপনে কে বা কারা তার বাড়িটি সংস্কার করছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্র-জনতা বেঁচে থাকতে তার বাড়ি সংস্কার করার কোনো সুযোগ নেই।

এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট নয়নের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা। পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ৬ ফেব্রুয়ারী আবারও তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এনিয়ে তিনবার আওয়ামী লীগের এ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আগুন দেওয়ার বিষয়টি জানা নেই। খবর নিচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন