স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে- টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি নাইন এমএম ও ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার একশত রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একজন অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে- টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি নাইন এমএম ও ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার একশত রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একজন অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে