উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনমনি পাড়া গ্রামের এলন মিয়ার লোকজন ও পাশের মোগলটুলা গ্রামের মহব্বত মিয়ার লোকজনদের মধ্যে রাইস মিলে ধান ভাঙ্গানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষ রাত সাড়ে ১০টা দিকে পুলিশ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান। আহত ইউএনও এবং ওসি দু’জনকে সরাইল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি রফিকুল হাসানের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে।
আহতরা সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সরাইল সার্কেল এএসপি তপন সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সরাইল থানার ওসি এবং ইউএনও আহত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দাঙ্গাবাজদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
এমএস
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দু'পক্ষের সংঘর্ষে ইউএনও, ওসিসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চাঁনমনি পাড়া গ্রামের এলন মিয়ার লোকজন ও পাশের মোগলটুলা গ্রামের মহব্বত মিয়ার লোকজনদের মধ্যে রাইস মিলে ধান ভাঙ্গানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষ রাত সাড়ে ১০টা দিকে পুলিশ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান। আহত ইউএনও এবং ওসি দু’জনকে সরাইল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওসি রফিকুল হাসানের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে।
আহতরা সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে সরাইল সার্কেল এএসপি তপন সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সরাইল থানার ওসি এবং ইউএনও আহত হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। দাঙ্গাবাজদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
এমএস
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে