বিএসসিতে যুক্ত হচ্ছে আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৮: ৫৮

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামের শিপিং কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এমডি জানান, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের মাধ্যমে বিএসসির নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৫৫,০০০–৬৬,০০০ ডিডব্লিউটি এবং প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১,১৬,২৯৬.২৪ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়েছে। প্রস্তাবিত প্রতিটি ৬৩,৫০০ ডিডব্লিউটি জাহাজের দাম মা.ডি. ৩৮.৩৪৯ মিলিয়ন, দুইটি জাহাজের মোট মূল্য মা.ডি. ৭৬.৬৯৮ মিলিয়ন, যা প্রাক্কলিত মূল্যের প্রায় ৪.৬০ শতাংশ কম। নতুন জাহাজগুলোর প্রধান যন্ত্রপাতি ইউরোপীয় ও জাপানি মানসম্পন্ন।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম জাহাজ সেপ্টেম্বর ২০২৫ এবং দ্বিতীয় জাহাজ নভেম্বর ২০২৫-এ বিএসসির বহরে যুক্ত হবে। এমডি জানান, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব নকশায় নির্মিত এই দুটি জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে পরিবহন সক্ষমতা প্রায় ১,২০,০০০ ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে নতুন গতি আনবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত