স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
বুধবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক। এ সময় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল নেতা তারিক। এসময় তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তরিকুল ইসলাম তারিক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জোগাবে উল্লেখ করে তারিক বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
বুধবার বিকেলে কক্সবাজারের পেকুয়ায় উপজেলার বাঘগোজারা গ্রামে শহীদ ওয়াসিমের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তারিক। এ সময় ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ ওয়াসিমের মায়ের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজ-খবর নেন ছাত্রদল নেতা তারিক। এসময় তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের মায়ের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরে স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তরিকুল ইসলাম তারিক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে শহীদ হন ওয়াসিম। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ ছাত্রদলের নেতাকর্মীদের যুগ যুগ প্রেরণা জোগাবে উল্লেখ করে তারিক বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয়, বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র ও দেশমাতৃকার জন্য তার আত্মত্যাগ আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারতের সময় মো. তরিকুল ইসলাম তারিকের সঙ্গে ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাঈদী রহমান, আবু হানিফ, সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কাশেম নূরি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, জিয়াউর রহমান উপকূলীয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুর রহমান হৃদয়সহ উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৪ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে