আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থানা থেকে লুট হওয়া ২২ অস্ত্র উদ্ধার হয়নি এখনো

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

থানা থেকে লুট হওয়া ২২ অস্ত্র উদ্ধার হয়নি এখনো

দাউদকান্দি থানা থেকে লুট হওয়া বেশ কিছু আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতনের পর দাউদকান্দি থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ সময় থানার অস্ত্রাগার ভেঙে পুলিশের ব্যবহৃত বিপুলসংখ্যক অস্ত্রসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

থানা সূত্র জানায়, লুট হওয়া পুলিশের ব্যবহৃত ৯টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। পাশাপাশি ব্যক্তিগত লাইসেন্সকৃত লুট হওয়া ২৭টি অস্ত্রের মধ্যে মাত্র ৫টি উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে এখন পর্যন্ত উদ্ধারের বাইরে রয়ে গেছে ২২টি অস্ত্র।

এলাকার সচেতন মহলের মতে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের সময়ে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে মনে করছেন তারা।

জামায়াতে ইসলামী বাংলাদেশের যুব বিভাগের পৌর সেক্রেটারি তৌফিক রুবেল বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। নির্বাচনের আগে এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

কুমিল্লা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি। এখনো অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে এলাকার সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র বা অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন