আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাহজালালে অগ্নিকাণ্ডে ঢাকার ৪ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

চট্টগ্রাম ব্যুরো
শাহজালালে অগ্নিকাণ্ডে ঢাকার ৪ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেডে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে দুটি আন্তর্জাতিকসহ মোট চারটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিজ্ঞাপন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, ঢাকা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিকেল ৪ টার দিকে শাহজালালে সব ধরনের উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়। এই কারণে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ডমেস্টিক ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে আসে। এছাড়া দুটি আন্তর্জাতিক ফ্লাইটের বাংলা এয়ারলাইনসের ব্যাংকক টু ঢাকা আর এয়ার আরাবিয়া এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য টু ঢাকার দুটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাকিত বিমানবন্দরে অবতরণ করে। আগুনের তিব্রতা না কমলে এই সংখ্যা আরো বাড়তে পারে।

ইব্রাহিম খলিল জানান, ইতিমধ্যে শাহ আমানত বিমানবন্দরের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে চট্টগ্রামে অবতরণ ও পার্কিং সুবিধা দেয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে ৩টি ৭৭৭ এয়ারক্রাফট ও ১৫ টি ডমেস্টিক এয়ারক্রাফটের পার্কিং যায়গা খালি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন