হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৬: ৪৮

নোয়াখালীর হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে। রোববার জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার অধিভুক্ত হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন।

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের স্বাক্ষরে তাকে আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও সামাজিক মাধ্যমে সে দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছে। স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। এর বাইরে গেলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত