সোনাগাজীতে অস্ত্রসহ যুবক আটক

এস এম ইউসুফ আলী, ফেনীউপজেলা প্রতিনিধি সোনাগাজী (ফেনী)
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১০: ৪৭

ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় পাইপগান ও একটি তাজা কার্তুজসহ এক অস্ত্রধারীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

রোববার রাতে চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনি পাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

সোমবার সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তি চর চান্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী পাড়ার মৃত আবদুল হালিমের পুত্র মো. মিজানুর রহমান (৪৩)। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বসতবাড়ির দোতলার নিচ তলায় শয়ন কক্ষের বেলকনি থেকে নীল রঙের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে।

ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে এসআই সাইদ মিয়া আলামত জব্দ করেন। পরে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, আটক মিজানুর রহমানের বিরুদ্ধে ফেনী সদর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলাও রয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত