আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে বিজিবির অভিযানে অর্ধশতাধিক বার্মিজ গরু জব্দ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারে বিজিবির অভিযানে অর্ধশতাধিক বার্মিজ গরু জব্দ

দৈনিক আমার দেশ পত্রিকায় ১১ ফেব্রুয়ারি সীমান্তে চোরাচালানের খবর প্রকাশের পর ১২ ফেব্রুয়ারি বুধবার বিকালে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬, ৪৭, ৪৮ নাম্বর পিলার এলাকায় ১১ বিজিবি অধিনায়কের নেতৃত্বে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে ব্যাগ ৫০টি‍, কাপ নুডুলস ৩৭২পিস, বিস্কুট ৩১২ প্যাকেট, টেস্টিং সল্ট ১৫০ কেজি, মোবাইল প্যান্ট ১৯৫টি, প্লাস্টিকের মাদুর ১৬টি, বেবি প্যান্ট ৮০টি, টি-শার্ট ১৭০টি, কলস ৪৭টি, সিলভারের ডেকসি ১৫টি, সিলভারের বোল ৩৬টি, সিলভারের ফরাত ৯টি, তামাক পাতা ৪০ কেজি, মেয়েদের সেন্ডেল ১৯০০ জোড়া ও ছেলেদের সেন্ডেল ২৯০ জোড়া।

goods-1

এসব মালের সিজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা। একই দিনে রাত ১২টায় অভিযান চালিয়ে রামু উপজেলার শাহসুজা সড়ক থেকে অর্ধশতাধিক বার্মিজ গরু জব্দ করা হয়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয় বলে এলাকাবাসী জানান।

বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অপরাধীকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন