কুমিল্লার চৌদ্দগ্রামে শ্যামলী যাত্রীবাহী স্লিপার বাস-ট্রাকের সংঘর্ষে মো. নাহিদ (৪৪) নামে এক সুপারভাইজার নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহত নাহিদ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার শ্রীরামপুর গ্রামের খতিবুর রহমানের ছেলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নোয়াবাজার এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন কান্তি সাহা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় মঙ্গলবার ভোর বেলায় ঢাকাগামী শ্যামলী যাত্রীবাহী স্লিপার বাস (ঢাকা-মেট্রো-ভ-১৪-৮৯৩৯) চলন্ত অবস্থায় সামনে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের (ঢা.মে. ঠ ১৫-২১৩৯) পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে শ্যামলী স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার নাহিদসহ ছয়জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত নাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের নাম জানা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন কান্তি দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মহাসড়ক থেকে যাত্রীবাহী স্লিপার বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

