চবি সংঘর্ষ মামলায় আওয়ামী সন্ত্রাসী হানিফের সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবির সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার এক নম্বর আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হানিফের ঘনিষ্ঠ সহযোগী। এ কারণে সংঘর্ষ উসকে দেওয়া ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সক্রিয় ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

হানিফের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি মামলাসহ অন্তত ১২টি মামলা রয়েছে র‌্যাব-৭–এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফের আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেলের আঘাতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান ও ইমতিয়াজ আহমেদ সায়েমকে  বেধড়ক কোপানো হয়। এসময় ২০০ শতাধিক শিক্ষার্থী আহত হয়।

সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে এজাহারভুক্ত আসামি ও তদন্তে প্রাপ্ত আসামি দু’জনই রয়েছেন। এবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হলো আরেকজন গুরুত্বপূর্ণ আসামি।

সংঘর্ষের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে প্রতিটি আবাসিক হল ও আশপাশের গ্রামে পুলিশি নজরদারি চলছে। শিক্ষার্থীরা আতঙ্কে স্বাভাবিক ক্লাসে ফিরতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষার্থীরা এখনো ভয়ে আছেন। এই অবস্থায় একাডেমিক পরিবেশ পুনরুদ্ধার করা খুব জরুরি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত