আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহাসড়কে ডাকাতের নৃশংস হামলা, সাবেক ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন আহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মহাসড়কে ডাকাতের নৃশংস হামলা, সাবেক ম্যাজিস্ট্রেটসহ পাঁচজন আহত
ছবি: আমার দেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়কে দাফন শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন সিএমএম কোর্ট (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) এর সাবেক ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীসহ পাঁচ জন। এসময় গাড়িতে থাকা ৫জনকে কুপিয়েছে গুরুতর আহত করে ডাকাতদল। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) দিবাগগত রাত সাড়ে ১২টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন রেজাউল করিম চৌধুরী, নজরুল করিম, নুরুল করিম, জাবেদ কাউসার। এদের মধ্যে জাবেদ কাউসারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউওতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালকু গ্রামের জয়নাল আবেদীন সাজু মেম্বারের স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। মঙ্গলবার রাতে জানাযা, দাফন শেষে রাত সাড়ে ১২টায় প্রাইভেটকার যোগে সীতাকুন্ডের বারআউলিয়া যাচ্ছিলেন রেজাউল করিম সহ ৫ জন।

রেজাউল করিম নিজেই গাড়ি চালাচ্ছিলেন। নয়দুয়ারিয়া এলাকায় পৌছানোর পর মহাসড়কে গাড়িকে লোহার এঙেল মেরে হামলা করে ডাকাত দল। এসময় তাদের কাছ থাকা ৫টি মোবাইল সেট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

মৃতের আত্মীয় মো. আলমগীর বলেন, আমার জেঠি মা মারা গেলে মঙ্গলবার রাতে জানাযা শেষে দাফন করা হয়। দাফন শেষে আমার ফুফাতো ভাইয়েরা তাদের বাড়িতে যাচ্ছিল। উনাদের গাড়ির হামলা করে ডাকাতদল সবকিছু ছিনিয়ে নেয়। সবকিছু নিয়েও ডাকাতদল ক্ষান্ত হয়নি, তারা গাড়ির সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এই ধরনের কোন ঘটনা শুনিনি। আমি ও আমাদের টিম রাত ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রল ডিউটিতে ছিলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...