উখিয়ায় পাহাড় কাটার অভিযোগে ডাম্প ট্রাক জব্দ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১: ১৮

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে একটি অবৈধ ডাম্প ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতে গোপনে পাহাড় কেটে মাটি পরিবহনের অভিযোগ রয়েছে। এতে পাহাড়ি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সচেতন মহল পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।

থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে পাহাড় কেটে মাটি সরানোর কার্যক্রম চলছিল। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পাহাড় কাটার কার্যক্রম বন্ধ করা হয়। একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, পাহাড় কাটার মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে পাহাড় কাটার প্রবণতা বেড়ে গেছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও বন আইন, ১৯২৭ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত