কন্টেইনার হ্যান্ডলিংয়ে এবারও চট্টগ্রাম বন্দরে রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫: ৩৩

৩২ লাখ ৯৬ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে এবারও রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। অথচ রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, কাস্টমসসহ সরকারি বিভিন্ন দফতরে অজাচিত আন্দোলনের কারণে প্রায় তিনমাস সমপরিমান সময় স্থবির ছিলো এই বন্দরের কার্যক্রম। নইলে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৩৫ লাখ ছাড়াতো বলে দাবি সংশ্লিষ্টদের। তারপরও যে পরিমাণ কন্টেইনার ওঠানামা করেছে তা ৪৮ বছরের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

গেল ২০২৩-২৪ অর্থবছরে ৩১ লাখ ৬৮ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করে সক্ষমতার দিক থেকে ওয়ার্ল্ড র‌্যাংকিং লয়েড লিস্টে ৬৭তম অবস্থান অর্জন করে চট্টগ্রাম বন্দর। এবার গেল বছরের চেয়ে প্রায় দেড়লাখ টিইইউএস কন্টেইনার বেশি হ্যান্ডলিং হওয়ায় ওয়ার্ল্ড র‌্যাংকিংদের বাংলাদেশের প্রধান এই সমুদ্র বন্দরের অবস্থান আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের পরিসংখ্যন বলছে, চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনাল ছাড়াও কমলাপুর কনটেইনার ডিপো ও পাঁনগাও নৌ টার্মিনালে মিলিয়ে এই অর্থবছরে প্রাং ৩৩ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। যা বিগত অর্থবছরের চেয়ে এক লাখ ২৮ হাজার টিইইউএস কন্টেইনার বেশি। শতাংশের হিসেবে এবার প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। গত ১০ বছর ধরে প্রতিবছর ৩ থেকে সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধির ধারা অব্যহত রয়েছে চট্টগ্রাম বন্দরে। কিন্তু সদ্য বিদায়ী অর্থবছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে ফ্যাসিস্ট সরকার বিরোধী গণ-অন্দোলন আগস্টে সরকার পতনের অনেক নীতিতে পরিবর্তনের কারণে বছরের শুরুতে বিগত দিনের অবস্থান ধরে রাখা নিয়ে শংশয় তৈরি হয়। কিন্তু বর্তমান সরকারের ব্যবসা বান্ধব নীতি ও আন্তরিকতায় সহজেই ঘুরে দাড়ায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। ডলার সংকট কেটে যাওয়ায় বৃদ্ধি পায় আমদানী।

অন্যদিকে বহির্বিশ্বের সঙ্গে সরকারের রাজনৈতিক সম্পর্ক উন্নত থাকায় প্রবৃদ্ধি আসে রপ্তানিতেও। সবমিলিয়ে বছর শেষে সুখবর আসে আমদানি-রপ্তানী বাণিজ্যে।

চট্টগ্রাম বন্দরে আসা মোট পণ্যের ২৩ শতাংশ আনা নেয়া হয় কন্টেইনারের মাধ্যমে। বাকি ৭৭ শতাংশ আসে বাল্ক বা খোলাপণ্য। যা বহির্নোঙ্গোরে খালাস করে লাইটার জাহাজের মাধ্যমে পরিবহণ করা হয়। কিন্তু রপ্তানি পণ্যের পুরোটায় পরিচালনা করা হয় কন্টেইনারে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, অর্থবছরের শুরু ও শেষটা ভালো হয়নি। শুরুতে রাজনৈতিক অস্থিরতা আর শেসে কাস্টমসের আন্দোলনে বাধাগ্রস্ত হয় বন্দরের কার্যক্রম। নইলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন আরও বৃদ্ধি পেতো। তারপরও আগের চেয়ে প্রায় দেড় লাখ টিইইউএস কন্টেইনার বেশি হ্যান্ডলিং হওয়ায় সক্ষমতা বড় প্রমাণ দিয়েছে চট্টগ্রাম বন্দর।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত