শ্রেণি কার্যক্রমে সৃজনশীলতার প্রশংসা করলেন শিক্ষা উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৯: ০৮

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) সকালে তিনি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যাবলি, শিক্ষার্থীদের পঠন দক্ষতা এবং সৃজনশীল প্রতিভা সরেজমিন পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (কক্সবাজার) মো. শাহীন মিয়া, সুপারিনটেনডেন্ট পিটিআই কক্সবাজার জসিম উদ্দিন, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) জারীন তাসনিম তাসিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, ডাব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ, পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পঠন দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে “উদাহরণযোগ্য” বলে উল্লেখ করেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইউনুস খাঁন বলেন, “মাননীয় উপদেষ্টা মহোদয়ের এই পরিদর্শন আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত