আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেয়া হচ্ছে হাসপাতালে

৪ ঘণ্টা পর গভীর নলকূপের গর্ত থেকে শিশু মেজবাহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

৪ ঘণ্টা পর গভীর নলকূপের গর্ত থেকে শিশু মেজবাহ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে যাওয়া মুহাম্মদ মেজবাহ নামে চার বছর বয়সি এক শিশুকে দীর্ঘ চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটি জীবিত না মৃত—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘটে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের বড়ুয়া পাড়া এলাকায়। উদ্ধার হওয়া শিশু মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এলাকায় গৃহহীনদের জন্য সরকারিভাবে নির্মিত বসতঘরের কাছাকাছি সুপেয় পানির জন্য সরকারি খরচে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। টিলাভূমি হওয়ায় পানির উৎসের জন্য সেখানে গভীর গর্ত খনন করা হয়। তবে গর্তটি দীর্ঘদিন ধরে অনিরাপদ অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। খেলতে খেলতে শিশু মেজবাহ ওই গর্তে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী তালেব বলেন, “শিশুটি গর্তে পড়ার পর আমরা তার কান্নার শব্দ শুনেছি। কিন্তু গর্তটি খুব গভীর হওয়ায় স্থানীয়ভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে সে গর্তের আরও নিচে তলিয়ে যায়।”

খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছ থেকে শিশুর কান্নার শব্দ শোনার কথা জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি গভীর গর্তে পড়ে আটকা পড়েছিল।”

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, “ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল।”

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম জানান, “শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের উদ্ধার তৎপরতা চলমান ছিল।” পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তানের মধ্যে মেজবাহ সবার ছোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন