আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

ইতিহাসের সর্ববৃহৎ জানাজা নসিব হয়েছে খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ইতিহাসের সর্ববৃহৎ জানাজা নসিব হয়েছে খালেদা জিয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, খালেদা জিয়ার জানাজা প্রমাণ করেছে যে তিনি এ দেশের মানুষের কত আপনজন ছিলেন। তিনি সবার দোয়া পেয়েছেন। সারাবিশ্বের মধ্যে এখন পর্যন্ত ইতিহাসের সর্ববৃহৎ জানাজা তার নসিব হয়েছে।

সোমবার দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত বিশাল দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। এ কারণে তিনি তার স্বামী- সন্তান হারিয়েছেন, কিন্তু পেয়েছেন জনগণের ভালোবাসা। দেশনেত্রী মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। যত দিন বেঁচে থাকবো, আমরা তার ত্যাগকে মূল্যায়ন করবো।

তিনি বলেন, তাকে হারানোর এই শোককে আমরা শক্তিতে পরিণত করবো এবং জাতি বিনির্মাণে সচেষ্ট হবো। গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে বিএনপিকে।

রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন