অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেন মোস্তফার ক্যাডার কাইয়ুম

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৪: ১৮

মেঘনা থানার বিশেষ অভিযানে উপজেলারা রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন গ্রেপ্তার হওয়ায় অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাবেক কুমিল্লা জেলা পরিষদ সদস্য-১ কাইয়ুম হোসাইন।

বিজ্ঞাপন

এই কাইয়ুম হোসাইন উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামের কাদির মেম্বারের ছেলে। হাসিনার আমলে কাইয়ুম ছিল এক আতঙ্কের নাম। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের ঘনিষ্ঠ ছিলেন তিনি। সাবেক এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছের লোক হওয়ায় দাবড়ে বেড়াতেন পুরো উপজেলায়। অবৈধ বালু উত্তোলন, নদীর চাঁদাবাজি, মেঘনা গ্রুপের মালিকানাধীন প্রস্তাবিত "তিতাস ইকোনমিক জোনের" জমি ক্রয়, জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল, নদী দখলসহ বালু ভরাট কাজে জড়িত ছিলেন কাইয়ুম।

মেঘনা গ্রুপের তিতাস ইকোনমিক জোনের মূল দায়িত্বে ছিলেন কাইয়ুম হোসাইন, চালিভাঙ্গা ইউনিয়নের যুবলীগের সভাপতি সানাউল্লাহ, চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফারসহ স্থানীয় সন্ত্রাসীরা। তাদের ভয়ে কেউ মুখ খুলতো না। এখনো সাধারণ মানুষ কাইয়ুম গংয়ের ভয়ে মুখ খুলছে না। কাইয়ুম হোসাইনের উত্থানের মূল কারিগর মাফিয়া ব্যবসায়ী মোস্তফা কামাল। মেঘনা গ্রুপের টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলছে দ্বন্দ্ব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নলচর ও চালিভাঙ্গায় দুটি হত্যাকাণ্ড ঘটেছে। মেঘনা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কাইয়ুম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন। মেঘনা গ্রুপের সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য এই কাইয়ুম হোসাইন মেঘনা উপজেলা শেখ রাসেল পরিষদের সভাপতি ছিলেন। তার রয়েছে বিশাল সশস্ত্র আওয়ামী ক্যাডার গ্রুপ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেদার পোস্ট দিয়ে বর্তমান সরকারকে অবৈধ বলছেন কাইয়ুম।

নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ঈদুল ফিতরে স্থানীয় সন্ত্রাসীদের কাইয়ুমের মাধ্যমে মোটা অঙ্কের ঈদ উপহার দেন মোস্তফা কামাল, যাতে গরিব মানুষের দখল করা জমির টাকা দিতে না হয়। প্রশাসন এসব দেখছে না কেন, এ প্রশ্ন ভুক্তভোগীদের। সন্ত্রাসী বাহিনীর গডফাদার মেঘনা গ্রুপের মোস্তফা কামালের শাস্তি চান ভুক্তভোগীরা।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত