আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে চালু হলো ‘অনলাইন জিডি’ কার্যক্রম

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে চালু হলো ‘অনলাইন জিডি’ কার্যক্রম

কক্সবাজার জেলার মানুষকে এখন আর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে না। তারা ঘরে বসেই অনলাইনে ‘সহজে’ ও ‘দ্রুততর’ সময়ে জিডি করতে পারবেন।

বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়। আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

অনলাইন জিডি কার্যক্রম পুলিশি সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হলো। যে কেউ চাইলেই এখন থেকে অনলাইন জিডি কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলায় ‘অনলাইন জিডি প্ল্যাটফর্মে সব ধরনের জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা চালুর উদ্যোগ গ্রহণ করে।

সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই জিডি করা যাবে। এতে সময়, যাতায়াত ও খরচ বাঁচবে, ডিজিটাল ট্র্যাকিং সুবিধায় আপনার জিডির অগ্রগতি জানতে পারবেন, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে, নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে কার্যকর মাধ্যম হবে।

পুলিশ জানিয়েছে, মোবাইল, এনআইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স হারানো, হুমকি পাওয়া বা নিরাপত্তার আশঙ্কা, মেয়ে বা নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান, অনাকাঙ্ক্ষিত ফোনকল এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদানসহ আরো অনেক বিষয়ে জিডি করা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন