আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামুতে জি-৪ রাইফেলের গুলিসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জি-৪ রাইফেলের দুই রাউন্ড তাজা গুলিসহ ৬ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জি-৪ (এ-৪) রাইফেলের দুইটি তাজা বুলেট। পুলিশ জানায়, বুলেটের পারকিউশন ক্যাপে লেখা অস্পষ্ট রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রামু থানা পুলিশের উদ্যোগে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় রামু–মরিচ্যা সড়কের পাইন বাগানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় যানবাহন তল্লাশির একপর্যায়ে দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামানো হয়।

তল্লাশিকালে সিএনজিতে থাকা ছয় যাত্রীর মধ্যে মো. আলম (৩৫) নামের এক ব্যক্তির প্যান্টের ডান পকেট থেকে জি-৪ রাইফেলের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উদ্ধারকৃত গুলিসহ উখিয়া থেকে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকেই ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত ৬ জনই রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ৫ জন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এবং একজন টেকনাফ থানাধীন থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন— এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), মো. আমিন (২৫), খায়ের হোছন (৩৭) ও মো. আলম (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম ভুইঁয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সহযোগী এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন