ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারে আয়োজিত নাগরিক সংলাপে যোগ দিয়ে বক্তারা বলেছেন, জেলাটিতে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও স্থানীয় মানুষের জীবনে তার সুফল স্পষ্ট নয়। নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উন্নয়ন, প্রতিনিধিত্ব ও জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে সংলাপটির আয়োজন করে কক্সবাজার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ও ঢাকাস্থ কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স।
শনিবার জেলা শহরের ওয়াশ কনফারেন্স হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন : কেমন কক্সবাজার চাই আমরা’ শিরোনামের এ নাগরিক সংলাপে স্থানীয় উন্নয়ন, পর্যটন, পরিবেশ, নিরাপত্তা, কর্মসংস্থান, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও জবাবদিহি নিয়ে আলোচনা হয়। এতে রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক নেতা, উদ্যোক্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সংলাপে সীমান্ত পরিস্থিতি, মাদক ও মানব পাচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বক্তারা। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, প্রার্থীদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও জবাবদিহির অঙ্গীকার প্রয়োজন। কক্সবাজারকে শুধু পর্যটন নগরী নয়; একটি নিরাপদ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা ও নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
কক্সবাজার জেআইসি সভাপতি মনোয়ার জিসান বলেন, কক্সবাজারে বড় বড় প্রকল্প হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এ উন্নয়ন কার জন্য? স্থানীয় মানুষের কর্মসংস্থান, জীবনমান ও নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে, তা নিয়েই নাগরিকদের উদ্বেগ।
ঢাকাস্থ কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্সের (সিসিএডি) মুখ্য সমন্বয়ক মোহিব্বুল মোক্তাদির তানিম বলেন, আমাদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, উন্নয়ন প্রকল্পের সঙ্গে পরিবেশ সংরক্ষণের সমন্বয় না থাকলে ভবিষ্যতে কক্সবাজার বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।
নাগরিক সংলাপে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হুদা চৌধুরী জামশেদ, কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

