সীমান্তের ওপারে গোলাগুলি, সতর্ক বিজিবি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৬: ২০
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৬: ২৭

এক সপ্তাহের ব্যবধানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের পর এবার ঘুমধুম সীমান্তেও ভেসে এলো গোলাগুলির শব্দ। তবে স্থায়ী হয়নি দুপক্ষের গুলিবিনিময়।

দীর্ঘদিন পর রোববার (১০ আগস্ট) রাত সাড়ে ১১টার পর থেকে ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমব্রু রাইট ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী তুমব্রু এলাকার একাধিক বাসিন্দা এ প্রতিবেদককে জানান, মধ্যমপাড়া-কোণারপাড়ার মাঝামাঝি এলাকা থেকে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে ঘরবাড়ি থেকে মানুষ বেরিয়ে রাস্তায় জড়ো হয়। এ সময় অন্তত ৫০-৬০ রাউন্ডগুলি বিনিময় হয়।

জানা গেছে, মিয়ানমারের ওপারের তুমব্রুর নারিকেল বাগিচা এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দু’টি ক্যাম্প রয়েছে। স্থানীয়দের ধারণা, সেখানে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরসার উপস্থিতি টের পেয়ে আরাকান আর্মি গুলি ছুড়ে। এ সময় আরসাও পালটা গুলি চালায়। এদিকে ওপারের ঘটনায় বাংলাদেশের এপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক রয়েছে এবং সীমান্তে টহল জোরদার করেছে।

ঘুমধুম-তুমব্রু সীমান্ত নিয়ন্ত্রিত ৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তের ৩৪ থেকে ৩৫ পিলার এলাকায় শূন্য রেখা থেকে কমপক্ষে ৩০০ থেকে ৩৩০ মিটার অদূরে মিয়ানমার অভ্যন্তরে এই গোলাগুলি হয়েছে। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত