ফেনীতে ২৪ ঘণ্টায় ১৮ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৩
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৮

ফেনীতে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, এর মধ্যে ফেনী সদর উপজেলার ১০ জন, দাগনভূঞা উপজেলার ৩ জন, সোনাগাজী উপজেলার ২ জন ও ছাগলনাইয়া উপজেলার ৩ জন এখন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

জেলায় চলতি মাসে এ পর্যন্ত মোট ৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন। সব মিলিয়ে চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে ডেঙ্গু পরীক্ষার জন্য ৩ হাজার ৬৫৯টি কিট মজুত আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত