আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত প্রার্থীর গাড়ি আছে বাড়ি নেই, বার্ষিক আয় ১০ লাখ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

জামায়াত প্রার্থীর গাড়ি আছে বাড়ি নেই, বার্ষিক আয় ১০ লাখ

‎চট্টগ্রাম- ১ (মিরসরাই) আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান ‎হলফনামায় উল্লেখ করেছেন তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহিতা নন। হলফনামার তথ্যমতে, তার নগদ রয়েছে ১৬ লাখ ৭২ হাজার ৭৫৯ টাকা, ব্যাংকে জমা ১৮ লাখ ৯৩ হাজার ৫৪১ টাকা, বীমা ও ট্রাস্ট ৩ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা, গাড়ি ১টি ঢাকা মেট্রো ঘ- ১৪০৬৭১ (অধিগ্রহণকালীন  মূল্য  নেই)। বার্ষিক আয় যোগ করে হয় ১০ লাখ ৮৭ হাজার ২০০।

বিজ্ঞাপন

সাইফুর রহমান একজন অ্যাডভোকেট (আইনজীবী) এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে কর্মরত ছিলেন। নির্বাচনের জন্য তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন।

‎আয়কর রিটার্ন দেখানো আয়ের পরিমাণ ১০ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। মোহাম্মদ ছাইফুর রহমান সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের বছর ২৫-২৬ ‎আয়কর রিটার্ন দেখানো সম্পদের পরিমাণ ৫৭ লাখ ৫ হাজার ১৯৪ টাকা, প্রদত্ত  আয়করের পরিমাণ ৭৩ হাজার ৪৬১ টাকা, স্ত্রী উম্মে ছালমা সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের বছর ২৫-২৬  অর্থ বছরে আয়কর রিটার্ন দেখানো আয়ের পরিমাণ ৩ লাখ টাকা, আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২৩ লাখ ৪২ হাজার টাকা, প্রদত্ত আয়করের পরিমাণ উল্লেখ নেই।

‎গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পর মোহাম্মদ ছাইফুর রহমান। তার হলফনামায় নিজের সম্পত্তি ও আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য মতে  ইলেকট্রনিকস ৮০ হাজার, আসবাব পত্রের মধ্যে খাট, আলমারি এবং সোফার মূল্য ৯০ হাজার টাকা, ফরমের ১৪ এবং ১৫ কলামে  (১-১২) অর্জনকালীন এবং বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেননি।

স্থাবর সম্পদের পরিমাণ অকৃষি জমি ২.৪৭৫০ শতক মূল্য ২ লাখ ৩৪ হাজার, ০.১৯৫ শতক মূল্য ৫ লাখ ৬ হাজার ২৫০ টাকা, ০.৪৩৫৯ শতক মূল্য ৩৬৮৯৯৫ টাকা, ‎আয়ের উৎস আইন পরামর্শক হিসেবে ৫ লাখ ৬০ হাজার, চাকরি থেকে ৫ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, অন্যান্য ৭ হাজার ২১৭ টাকা।

সরকারের কোনো প্রতিষ্ঠান, ব্যাংক বা অর্থিক প্রতিষ্ঠানের কাছে একক প্রাতিষ্ঠানিক বা অধিনস্থদের যৌথ দেনা বা ঋণ নেই। তার নামে কোনো মামলা নেই। হলফনামায় মোহাম্মদ ছাইফুর রহমান উল্লেখ করেছেন, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহিতা নন। তার হাতে নগদ রয়েছে ১০ লাখ ৭৬ হাজার টাকা।

‎মোহাম্মদ ছাইফুর রহমান জানান, আমি মিরসরাইতে ছাত্র রাজনীতি করেছি। সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ছিলাম, আইনজীবীদের সংগঠন নেতৃত্ব দিয়েছি। সবসময় মিরসরাইবাসী সুখ দুঃখে পাশে ছিলাম। মিরসরাইকে একটা জনগণের স্বপ্নের মতো সমৃদ্ধ মিরসরাই গড়তে আসন্ন নির্বাচনে আমি সকলের দোয়া চাই। আইনজীবী পেশায় থাকার কারণে মিরসরাই উপজেলার মানুষের পাশে ছিলাম। আশা করি নির্বাচনে ভোটাররা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমার জীবনে কোন দুর্নীতি নেই, কোন ধরনের ঋণ নেই। আমি মিরসরাই আসনে জনগণের স্বপ্নের সমৃদ্ধ মিরসরাই গড়তে মানুষের ভালোবাসা চাই, দোয়া চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন