পরিবেশ বিপন্ন হলে মানুষের জীবনও বিপন্ন হবে: অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধি, চবি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ২১: ৩৬

পরিবেশের অধিকারের সঙ্গে মানুষের জীবনের অধিকার একাকার হয়ে গেছে। তাই পরিবেশ বিপন্ন হলে মানুষের জীবনও বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে ন্যাশনাল ল’ অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক এই প্রতিযোগিতায় ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন সেশন জাজ মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের বিচারক ফেরদৌস আরা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এহসানুল করিম, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. রাকিবা নবী, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত