উখিয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৯: ৫৪

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রি, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না রাখা, হাঁস-মুরগির ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে উখিয়া উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মার্চ) উপজেলার কোর্টবাজার ও মরিচ্যা বাজারের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন জানান, বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজ না রাখা, বিক্রি জন্য নহে কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রি ও হাঁস-মুরগির মেডিসিন রাখার অপরাধে ড্রাগ আইনে ৫টি ফার্মেসির মালিককে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত