জিততে পারবে না জেনে পিআর নিয়ে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে: বুলু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫৪

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, এ দেশের মানুষ কি জিনিস তা বুঝে না। অথচ নির্বাচনে জিততে পারবে না জেনে একটি দল এসব নিয়ে সাধারণ মানুষকে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, এসব পিয়ার টিয়ার এদেশে চলবে না।

বিজ্ঞাপন

বুলু বলেন, বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পরিণত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি'র সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন মঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ। সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত