কর্ণফুলি এক্সপ্রেসে অভিযান ৮৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৪

কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৮ বোতল অলিভ অয়েল, ১,১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১,৩৩০ পিস জনসন বেবী লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বাজি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

জব্দকৃত মালামাল শিগগিরই কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত