আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে সমুদ্র সৈকত ভেসে আসলো অজ্ঞাত শিশুর লাশ

কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৮ বছর।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে স্থানীয়রা সৈকতে লাশটি দেখতে পায়।

বিজ্ঞাপন

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুপুর ১ টায় টেকনাফ সদর মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত শিশুর লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

ওসি জানান, শিশুটির পরনে নীল রঙের টিশার্ট ও প্লাজো প্যান্ট ছিল। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...