উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন রোববার (৩১ আগস্ট) নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি। এছাড়াও তিনি কমপ্লেইন্ট অ্যান্ড ডিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, সহ-সভাপতির ঢাকাস্থ্য নবীনগর কল্যাণ সমিতির দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময়কালে আবদুল মতিন বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে আমি জড়িত। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন আমি সেই কমিটির সদস্য ছিলাম। তখন থেকে আমার রাজনীতির জীবন শুরু এবং জাতীয়তাবাদী আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন নাও দেয় তারপরও আমি আমার দলের জন্য কাজ করে যাবো। দল যাকেই মনোনয়ন দিবে তার জন্য কাজ করব।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য স্বপ্ন থাকে। আমার জন্মভূমি নবীনগরকে নিয়ে কাজ করার আমার একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইবো, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং নবীনগরবাসী আমাকে নির্বাচিত করে তাহলে একটি স্যাটেলাইট উপ শহর হিসেবে গড়ে তুলব। গুরুত্ব দিব শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও সামাজিক উন্নয়নসহ সকল সেক্টরে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমপি হই আর না হই, নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব এবং নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দিয়ে আমার কার্যক্রম শুরু করলাম।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সভায় অ্যাডভোকেট আবদুল মতিনকে প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন রোববার (৩১ আগস্ট) নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি। এছাড়াও তিনি কমপ্লেইন্ট অ্যান্ড ডিজিলেন্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিল, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, সহ-সভাপতির ঢাকাস্থ্য নবীনগর কল্যাণ সমিতির দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময়কালে আবদুল মতিন বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে আমি জড়িত। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি করেছিলেন আমি সেই কমিটির সদস্য ছিলাম। তখন থেকে আমার রাজনীতির জীবন শুরু এবং জাতীয়তাবাদী আদর্শে আইনজীবী পেশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিয়েছি এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন নাও দেয় তারপরও আমি আমার দলের জন্য কাজ করে যাবো। দল যাকেই মনোনয়ন দিবে তার জন্য কাজ করব।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু লক্ষ্য স্বপ্ন থাকে। আমার জন্মভূমি নবীনগরকে নিয়ে কাজ করার আমার একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চাইবো, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং নবীনগরবাসী আমাকে নির্বাচিত করে তাহলে একটি স্যাটেলাইট উপ শহর হিসেবে গড়ে তুলব। গুরুত্ব দিব শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও সামাজিক উন্নয়নসহ সকল সেক্টরে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমপি হই আর না হই, নবীনগরবাসীর সাথে থাকব এবং সাংবাদিক সমাজকে নিয়ে নবীনগরের উন্নয়নে কাজ করব এবং নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দিয়ে আমার কার্যক্রম শুরু করলাম।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সভায় অ্যাডভোকেট আবদুল মতিনকে প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেওয়ায় ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৪ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩১ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
৩৮ মিনিট আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে