আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান

এম কে মনির, চট্টগ্রাম

দুই দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বন্দনগরী চট্টগ্রামে আসছেন। ঘোষিত কর্মসূচী অনুসারে আগামী ২৫ জানুয়ারি নগরীর পলোগ্রাউন্ড মাঠে তিনি বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

তার আগমন ঘিরে চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলের চেয়ারম্যানকে স্বাগত জানাতে ইতিমধ্যে মহানগর ও জেলা বিএনপি আলাদা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

বিজ্ঞাপন

দলটির নেতারা বলছেন, ২৫ জানুয়ারি চট্টগ্রামে ১৫ লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে। সেখান থেকে ঐক্যর বার্তা দিতে পারেন তারেক রহমান। যা ভোটের প্রচারে গতি আনবে।

জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামে আসেন। ওইসময় তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেবার চসিক নির্বাচনে দলের প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে ভোট চান লালদিঘী ময়দানে। গত ৯ জানুয়ারি তিনি দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে এবারের চট্টগ্রাম সফর তার দলের চেয়ারম্যান হিসেবে প্রথম সফর।

বিএনপি সূত্র জানায়, নগরে তারেক রহমানের আগমন ঘিরে প্রচার প্রচারণা চালাবে দলটি। বিভিন্ন স্থানে ব্যানার, পোষ্টার, পেষ্টুন টাঙানো হবে। ইতিমধ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এগুলো শৃঙ্খলা উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, অভ্যর্থনা উপ-কমিটি। কয়েক দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে নগর বিএনপির নীতি নির্ধারকদের নিয়ে।

বিএনপি নেতারা বলছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষে প্রচারণায় গতি পাবে। নেতাকর্মীদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তিনি দলের সবাইকে ঐক্যের বার্তা দিতে পারেন। কিভাবে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রার্থীদের জেতানো যায় সে বিষয়ে দিকনির্দেশনাও থাকতে পারে তার বক্তব্যে। এই সমাবেশে দলের নেতাকর্মীরা ছাড়াও চট্টগ্রামের সর্বস্তরের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, আমরা তিনটি উপ-কমিটি করেছি। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা হয়েছে। আগামীকাল সোমবার আবারও আমরা সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে বৈঠকে বসব দলীয় প্রধানের আগমন উপলক্ষ্যে। আমরা আশা করছি ১৫ লক্ষ মানুষের সমাগম ঘটবে এই সমাবেশে। তিনি দীর্ঘ ২ দশক পর চট্টগ্রামে আসছেন। এতে বাড়তি উৎসাহ-উদ্দীপনা কাজ করছে নেতাকর্মীদের মধ্যে। তিনি আরও বলেন, আমরা সিএমপিকে চিঠি দিব। আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পাব আশা রাখি। ২৫ জানুয়ারি তারেক রহমানের আগমনে পলোগ্রাউন্ড জনসমুদ্রে রুপ নেবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রায় ২১ বছর পর তারেক রহমান চট্টগ্রামে আসছেন। তাকে দেখার জন্য চট্টগ্রামের মানুষ উন্মুখ হয়ে আছেন। পুরো চট্টগ্রামবাসীর এক উৎসবে পরিণত হবে ২৫ জানুয়ারি। আমরা আশা করি চট্টগ্রামকে নিয়ে তিনি তার স্বপ্নের কথা শুনাবেন সেদিন। ‍

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন