নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ফেরিঘাট নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। অতীতে এ দ্বীপের মতো অনেক স্থানে রাজনৈতিক ব্যক্তির কারণেই কিন্তু ফেরিঘাট চালুর ব্যবস্থা করা যায়নি।
বিআইডব্লিউটিএ কাজ শুধু ফেরিঘাট করা। এছাড়া তাদের আর কোনো কাজ নেই। কিন্তু, রাজনীতিবিদরা এসব ফেরিঘাট ও বন্দর করতে দেয় না।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়া-মগনামা চ্যানেলে সী-ট্রাক চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নার চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)'র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) এ.কে এ এম ফজলুল হক, যুগ্ম সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (পুর) এ এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌসংরক্ষন ও পরিচালনের পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান, প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, প্রকৌশল বিভাগের তত্ত্ববধায়ক প্রকৌশলী এ এস এম আশরাফুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বাণিজ্যিক পরিচালক এস. এম আশিকুজ্জামান, কারিগরি পরিচালক ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

