আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ড. বদিউল আলম মজুমদার

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত

সিলেট ব্যুরো

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত

গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনি ইশতেহার নিয়ে সিলেট জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত হলেও একমাত্র তা যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার অপরিহার্য।

বিজ্ঞাপন

রোববার সিলেটের একটি হোটেলে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন সিলেট জেলা সুজনের সভাপতি শিরিন আক্তার, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সুজন সভাপতি শিরিন আক্তার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সমতা ভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা হলো গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা।

ড. মজুমদার নির্বাচনি ব্যবস্থার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার প্রভাব, নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, নির্বাচনকালীন সরকারের পক্ষপাত এবং ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণ চিহ্নিত করেন।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন ও দায়বদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে দূরে রাখা জরুরি। নাগরিক সমাজকে ‘ল্যাপ ডগ’ নয়, বরং ‘ওয়াচ ডগ’ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

সংলাপে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের দলীয়করণ বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ‘ফাউন্ডেশনাল ইলেকশন’। এ নির্বাচনের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন নয়, বরং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

সংলাপে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা সুজনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...