আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১১ দলীয় জোটের জনসভা

আজ চৌদ্দগ্রামে যাচ্ছেন জামায়াত আমির

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

আজ চৌদ্দগ্রামে যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে ১১ দলীয় জোটের জনসভায় যোগ দিতে আজ শনিবার কুমিল্লায় আসছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান। আজ সকালে চৌদ্দগ্রাম এইচজে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

উপজেলা জামায়াতের নেতারা জানান, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে চৌদ্দগ্রাম জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও উজ্জীবিত হয়ে উঠেছেন। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

জামায়াত সূত্র জানায়, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নির্বাচনি প্রচারের উদ্দেশে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার প্যান্ডেল তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে জামায়াত আমিরের আগমন উপলক্ষে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কয়েকদিন ধরে স্বাগত মিছিল ও গণসংযোগ করেছে।

১১ দলীয় জোটের আজকের জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলালা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি সিগবাতুল্লা সিগবা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন