আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার আইনুল হকের ভাতিজা রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জুয়েল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এদিন তার হার্টে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

গত মঙ্গলবার হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ার পর আইনুল হককে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, আমার চাচা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। তিনি হাসপাতালে থাকলেও নির্বাচনি প্রচার থেকে নেই। তার অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মীরা এলাকায় নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে দ্বারে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন