আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত

আমার দেশ অনলাইন

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত
ছবি: আল জাজিরা

কঙ্গোর পূর্বাঞ্চলীয় রুবায়ায় কোল্টান খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। নর্থ কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত খনিটি বুধবার ধসে পড়ে। হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পর কিছু মানুষকে ঠিক সময়ে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। আহত প্রায় ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত উত্তর কিভু প্রদেশের গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিতে বলেন, কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহজতের সঠিক সংখ্যা জানাননি তিনি।

প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে মৃতের সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছেন। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো জানান, এখনো অনেকে খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন